কবিতাওয়ালি
- বনমালী - হিজিবিজি ২৭-০৪-২০২৪

কই সে মানুষ কই সে আমার কাব্য ভুখারি কবি?
প্রতি স্পন্দন হৃদ কম্পনে যার বাসিছে নজরুল-রবি!

সে কি আজন্ম কল্পনা আমার বাস্তব মরীচিকা?
ধুলির ধরায় তিনি কি কেবলই অমানিশা কুহেলিকা?

একটা পঙক্তি কবিতার তৃষ্ণা কভু কি মিটবেনা?
নাকি সে শুধুই কাব্য ব্যবসায় সুনীলের বরুণা?

দুটো ছোট ছন্দে পৃথিবীর সব সম্পদ মনে যার!
আমাকে বিজিতে তার লাগবেনা ঢাল ধারালো তলোয়ার।

কবিতা মন্ত্রে আমার এ মানব যন্ত্রে ফোটে যে প্রেমের ফুল,
প্রেমাঞ্জলি সে ফুলে কবে নিবে গো হে নিষ্পাপ নির্ভুল?

একটা জীবন কবিতার হোক কবিতায় বাঁচি রোজ,
চন্দ্র সূর্যের পালাবদলে আমার কবিতাওয়ালির খোঁজ!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১১-০৫-২০২০ ১২:০৮ মিঃ

পড়ে অভিভূত হলাম