কমলে-সুমন
- কলমে-সুমন - চির অম্লান ২৭-০৪-২০২৪

____________________________
আলো ভরা ভুবন ফুটে ছিল
আঁধারের বিষাদ কালো গ্লানি মুছে।।
শহীদের পবিত্র রক্তে।
জয় জয় ধ্বনিতে উঠে ছিল সুর
সত্যের ঝংকার প্রতিরোধে।।
হস্তে ছিল না দামি দামি অস্ত্র
গুলি বন্দুক বোমা মেশিন গান।
করেছি লড়াই শত্রুর সঙ্গে
শুন্য হাতে বুদ্ধি বীরে ।।
নিয়েছি কেড়ে বন্দুক গুলি অস্ত্র
করেছি শক্ত শুন্য হাতের মুঠো।।
লড়েছি শত্রুর সঙ্গে একাধারে
দীর্ঘ নয়টি মাস চলেছে যুদ্ধ ।
দিয়েছি কত তাজা রক্ত লাখো
কোটি প্রাণ, রেখে গেছে মান।।
এনেছে তাঁরা স্বাধীনতা ছিনিয়ে
বীর বাঙ্গালী বিশ্বের দরবারে
পেয়েছে সম্মান।।
আমরা পেয়েছি একটি
স্বাধীন বাংলাদেশ মানচিত্রে।।
যাঁরা দিয়ে গেল প্রাণ
স্বাধীনতার জন্য , চিরদিন
রবে তাঁরা চির অম্লান।।
সমাপ্ত

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।